নিউ ব্যারাকপুরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩ ও ২৪শে ফেব্রুয়ারী নিউ ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে দুদিনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ব্যারাকপুর ডায়োসিসের বিভিন্ন ব্লক থেকে শতাধিক মার্গী ভাইবোন এই সেমিনারে উপস্থিত ছিলেন৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷

সাধনা ও মধুবিদ্যা, জাগ্রত বিবেক, ভক্তি ও কৃপা আর অর্থনৈতিক গণতন্ত্র এই বিষয়গুলি নিয়ে আনন্দমার্গের সেমিনারগুলিতে আলোচনা করছেন অভিজ্ঞ ব্যষ্টিবর্গ৷ নিউ ব্যারাকপুরের এই সেমিনারে মানুষের আধ্যাত্মিক উন্নতি ও সেবার মনোভাব জাগিয়ে তোলার ক্ষেত্রে শ্রীশ্রীআনন্দমূর্ত্তির বলিষ্ট লেখনীর সৃষ্টি---সাধনা ও মধুবিদ্যা, জাগ্রত বিবেক তথা ভক্তি ও কৃপা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ প্রশিক্ষণের কাছে বিভিন্ন প্রশ্ণ করে নিজেদের সমৃদ্ধ করেন উপস্থিত মার্গীভাইবোনেরা৷

সেমিনারের দ্বিতীয় দিনে প্রাউটের মাধ্যমে সমাজে অর্থনৈতিক শোষণমুক্তি ঘটানোর বিষয়ে আলোচনা হয়৷ বর্তমানে সমস্যাসংকূল  সমাজে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের অর্থনৈতিক গণতন্ত্রই যে প্রকৃত গণতন্ত্রকে বাস্তবে রূপায়িত করতে পারে তা সকলেই একবাক্যে স্বীকার করেন৷ সকলের সহযোগিতায় সেমিনারটি সাফল্যমণ্ডিত হয়৷ ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন৷