নিউব্যারাকপুরে অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিউব্যারাকপুর ঃ গত ১৫ই অক্টোবর নিউব্যারাকপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অরবিন্দ করের বাসভবনে  ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত  হয়৷ এই কীর্ত্তনে উত্তর ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে আনন্দমার্গীরা ও ভক্তরা অংশগ্রহণ করেন৷  কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, শুভদীপ হাজারী প্রমুখ৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায় হয়৷ স্বাধ্যায়ে মার্গগুরুদের  প্রবচন পাঠ করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এরপর মানবজীবনে  আধ্যাত্মিক সাধনা ও কীর্ত্তনের প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন আচার্য বোধিসত্তানন্দ  অবধূত, আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত, আচার্য অক্ষয়ানন্দ অবধূত, স্থানীয়  ভুক্তিপ্রধান  শ্রী সন্তোষ বিশ্বাস প্রমুখ৷ তাঁদের বক্তব্যের সার কথা ছিল, ঈশ্বর লাভেই মানবজীবনের সার্থকতা৷  তাই জীবনে সাধনা ও কীর্ত্তন অত্যন্ত জরুরী৷ আর  জীবসেবা সাধনার অঙ্গ৷

এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক  ভক্ত যোগদান করেছিলেন৷ অনুষ্ঠান শেষে সবাই প্রসাদ গ্রহণে তৃপ্তি লাভ করেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷