নিউব্যারাকপুরে রক্তদান শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে আগষ্ট আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের নিউব্যারাকপুর ইয়ূনিটের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এই রক্তদান শিবির এবছর দ্বাদশবর্ষে পড়ল৷ মোট ৪২জন রক্তদাতা রক্তদান করেন৷ এদের মধ্যে ১৭জন মহিলা ছিলেন৷ রক্ত সংগ্রহ করতে এসেছিলেন এন.আর.এস হাসপাতাল কর্ত্তৃপক্ষ৷ উত্তর২৪পরগণা জেলার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস ও মার্গীভাইবোনদের সহযোগিতায় শিবির সূচারুরূপে সম্পন্ন হয়৷