নোটায় বোট সাড়ে ৮ লক্ষ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

  এবারের  ৫ রাজ্যের  বিধানসভা নির্বাচনে  ‘নোটায়  বোট পড়েছে ৮.৪৪ লক্ষ৷ অর্র্থৎ  ৮.৪৪ লক্ষ  বোটদাতার  অভিমত  ‘না, আমরা এঁদের  কাউকে  পছন্দ  করছি না’৷  বর্তমানে  রাজনীতির ময়দানে  নেমে  অধিকাংশ  নেতা-নেত্রী জনগণকে ভুলে  নিজেদের  স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থাকেন৷ তাই  দেখা যায়, ক্রমে  জনগণের  অর্থনৈতিক  অবস্থা খারাপ  হতে থাকলেও  ওই সব নেতা -নেত্রীদের   আয় বিপুল অঙ্কে বাড়তে থাকে ৷ এই  কারণে  রাজনীতির প্রতি মানুষ  ক্রমশঃ বীতশ্রদ্ধ  হয়ে উঠছে, প্রকৃতপক্ষে  কঠোর  নীতিবাদী, সেবাপরায়ণ মানুষই জনপ্রতিনিধি হওয়ার  যোগ্য৷  সেই যোগ্যতার  অত্যন্ত অভাব  পরিলক্ষিত হচ্ছে  বর্তমান রাজনীতিতে৷ এই কারণে  ‘নোটা’ বোটের  সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি  পাচ্ছে৷

 এবার  বোটের  হিসেব  বিশ্লেষণ  করে দেখা  গেছে, ৫ রাজ্যের  মধ্যে  ছত্তিশগড়ের ৯০ টি আসনে  নোটা বোট  পড়েছে  ২.১ শতাংশ৷  এন সি.পি., স.পা,  সিপিআই সহ  ৭টি  দলের  চেয়ে বেশি  বোট  পড়েছে  ‘নোটায়’৷

মধ্যপ্রদেশে  নোটায়  বোট  পড়েছে ৪ লক্ষ ১৫ হাজার  ৩৪২ টি  শতাংশের বিচারে  ১.৫ শতাংশ৷

তেলেঙ্গানাতে নোটায়  বোট  পড়েছে ২ লক্ষ ৩ হাজার  ১১২৷ মিজোরাম  নোটায় প্রাপ্ত  বোট  ২৩,৮১৭ (০.৫ শতাংশ) রাজস্থানে  নোটায়   প্রাপ্ত বোট  ৪৩ হাজার ৮৪.৪ (১.৩ শতাংশ)৷