চলতি মরসুমে ডিফেন্স খুবই ভোগাচ্ছে সবুজ মেরুণকে৷ অনেকেই মনে করছেন যে ডিফেন্সকে আরও শক্তিশালী করতে গেলে দলে ঝিঙ্গনকে প্রয়োজন৷ তাই নোতুন বছরেই দলে যোগ দিলেন ঝিঙ্গন৷ ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের সঙ্গে সম্পর্ক শেষ করে আবার এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিঙ্গন৷ গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এই ঘোষণা করেছেন সবুজ মেরুণ দল৷
গত মরসুমে এটিকে মোহনবাগানেই খেলেছেন ঝিঙ্গন৷ কিন্তু ইউরোপীয় ক্লাবে খেলা ছিল বরাবরই তাঁর কাছে স্বপ্ণ৷ তাই সিবেনিকের প্রস্তাব পাওয়ার পর দু’বার ভাবেননি৷ সবুজ মেরুনের সঙ্গে সম্পর্ক ছেদ করে পাড়ি দেন ক্রোয়েশিয়ায়৷ এএফসি কাপের যোগ্যতা অর্জন করায় তাঁকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল সবুজ মেরুণ৷
কিন্তু সিবেনিকের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি ঝিঙ্গন৷ দলের সঙ্গে দ্বিতীয়বার অনুশীলন করার সময়েই চোট পান৷ চিকিৎসা করাতে ফিরে আসেন ভারতে৷ তখন থেকেই দেশে রয়েছেন৷ ভিসা সমস্যার জন্য ক্রোয়েশিয়ায় যেতেও পারেননি৷ এই সময়ই ঝিঙ্গনকে পাওয়ার লক্ষ্যে তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্র্ত চালান এটিকে মোহনবাগান কর্তারা৷ কিন্তু পুরানো দলে ফিরতে গেলে দরকার ছিল সিবেনিকের ছাড়পত্র৷ অবশেষে গত বুধবার সেই ছাড়পত্র পাওয়া যায়৷ সিবেনিকের মৌখিক ভাবে বিচ্ছেদ করে মরসুমের শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি করেন ঝিঙ্গন৷