গত ১১ই মার্চ শনিবার নোতুন পৃথিবী কার্যালয়ে সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস৷ কলকাতা ও সংলগ্ণ জেলাগুলি থেকে আনন্দমার্গের অনুগামী ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন৷ এই উপলক্ষ্যে নোতুন পৃথিবী ভবন ও অনুষ্ঠানস্থলকে পুষ্পাদির দ্বারা সুন্দরভাবে সাজানো হয়৷ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রদত্ত প্রভাত সঙ্গীতানুষ্ঠান৷ সকাল ৯টাকা থেকে শুরু হয় সিদ্ধ অষ্টাক্ষর মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্’’ অখণ্ড কীর্ত্তন৷ বেলা বারোটায় কীর্ত্তন শেষে শুরু হয় সমবেত ধ্যান, বর্ণাঘ্যদান ও ধর্মশাস্ত্র পাঠ৷ এরপর শুরু হয় আলোচনা৷ ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জীবন ও বানী নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন মার্গের বর্ষীয়ান সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ নোতুন পৃথিবী পত্রিকার ইতিহাস সম্বন্ধে আলোচনা করেন নোতুন পৃথিবীর প্রাক্তন সম্পাদক আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ এছাড়াও বক্তব্য রাখেন নোতুন পৃথিবীর বর্তমান সম্পাদক ও সহসম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ সবশেষে উপস্থিত সকলকে প্রীতি ভোজে আপ্যায়িত করা হয় ও বিকেলে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে প্রসাদ বিতরন করা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়