নিজস্ব সংবাদদাতা ঃ নববর্ষের শুভলগ্ণে ‘নোতুন পৃথিবী’ পত্রিকার ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক আচার্য রবীশানন্দ অবধূত৷ ‘নোতুন পৃথিবীর’ সম্পাদক আচার্য সত্যশিবানন্দ অবধূত এই ওয়েব সাইট প্রকাশের প্রধান উদ্যোক্তা হিসেবে অধ্যাপক নবীন জানা, মাধব চন্দ্র বসাক ও ভবেশ বসাকের ভূয়সী প্রশংসা করেন৷
অধ্যাপক নবীন জানা বলেন, এখন থেকে সবাই অন লাইনে www.notunprithivi.com) ‘নোতুন পৃথিবী’ পড়তে পারবেন৷
তিনি বলেন, নোতুন পৃথিবীর বৈশিষ্ট হ’ল, অন্যান্য সংবাদপত্রে সমাজের কেবলমাত্র অজস্র সমস্যার কথা, কিন্তু নোতুন পৃথিবীতে বিভিন্ন সমস্যার সমাধানে বলা আছে৷
মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর প্রাউট দর্শনে সমাজের প্রতিটি সমস্যারই স্থায়ী সমাধানের পথ দেখিয়েছেন৷ এই প্রাউট দর্শনের আলোকেই বিভিন্ন সমস্যার বিশ্লেষণ করে সমস্যামুক্তির পথ দেখানো হয় এই নোতুন পৃথিবীতে৷ নোতুন পৃথিবী তাই সর্বাত্মক শোষণমুক্ত সর্বাঙ্গসুন্দর মানব সমাজের বার্তাবহ৷