নুবীপুর আনন্দমার্গ- স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০ শে সেপ্ঢেম্বর  বিকেল বেলায় নুবিপুর আনন্দমার্গ স্কুলের  বার্ষিক  সাংস্কৃতিক  অনুষ্ঠান  সুসম্পন্ন  হয়৷  অনুষ্ঠানের পৌরোহিত্য করেন  আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ প্রধান অতিথির  আসন অলংকৃত করেন  রানীনগর -২ ব্লকের  বিডিও  শ্রী আশিষ রায় মহাশয় ৷ বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত ছিলেন কাৎলামারি  হায়ার সেকেন্ডারী স্কুলের প্রাক্তন প্রধান  শিক্ষক মহম্মদ-আবদুল মান্নান  সাহেব ও রেভিনু ইনসপেক্টর শ্রী সান্তনু সাহা মহাশয়৷ বিদ্যালয়ের  বর্তমান  ও প্রাক্তন ছাত্র-ছাত্রাগণ প্রভাত সঙ্গীত ও  প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, ছড়া, শ্লোক, রাইমস্ ও আনন্দবাণী পরিবেশন  করেন৷  ছাত্র-ছাত্রাদের পরিবেশিত সবুজদ্বীপের বাঁশী নৃত্যনাট্য উপস্থিত সবাই বিশেষভাবে মুগ্দ করে৷  আচার্য কাশীশ্বরানন্দ অবধূত আনন্দমার্গের  শিক্ষাদর্শ ও সেবাকার্য নিয়ে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিডিও সাহেব শ্রী আশিস রায় মহাশয় বিদ্যালয়ের পঠন-পাঠনের  ভূয়সী প্রশংসা করেন৷ বিদ্যালয়ের  সার্বিক উন্নতি কল্পে সাহায্য ও সহযোগিতার  আশ্বাস দেন৷ বিদ্যালয়ের  প্রিন্সিপ্যাল অবধূতিকা আনন্দ তপারতি আচার্যা ও শিক্ষিকাবৃন্দের  অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছিল৷