অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালীর
অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধের উৎস বন্ধের দাবীতে ১১ই সেপ্ঢেম্বর ২০২৪, গত বুধবার কলকাতার রাজপথে বাগবাজার বাটার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস সি.বি.আইয়ের উদাসীনতা, ঢিলেমির বিরুদ্ধে সরব হন৷ তিনি আরো বলেন মুখ খোলো সি.বি.আই, বাঙালী বোন অভয়া’র বিচার চাই.. দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, মাদক দ্রব্য, নোংরা অশ্লীল যৌনতা সর্বস্ব সিনেমা, নেট দুনিয়ায় নগ্ণ রঙিন চিত্রের অবাধ বিচরণ যা মূলত পশুবৃত্তি উষ্কানীমূলক অপরাধের উৎস...এগুলিকে অবিলম্বে নিষিদ্ধের দাবীতে একমাস ধরে রাজপথেই রয়েছে ‘আমরা বাঙালী’৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় সচিব তথা প্রবীণ নেতা বকুলচন্দ্র রায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, যুগ্মসচিব বন্দ্যোপাধ্যায়, যুথিকা চ্যাটার্জী, কলকাতা জেলা সচিব সুদীপ দাশগুপ্ত, সুশীল জানা, তপন সমাদ্দার, নমিতা দেব, তনিমা বৈরাগী, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, অরূপ মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ৷