সংবাদ দর্পণ

অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালীর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধের উৎস বন্ধের দাবীতে ১১ই সেপ্ঢেম্বর ২০২৪, গত বুধবার কলকাতার রাজপথে বাগবাজার বাটার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস সি.বি.আইয়ের উদাসীনতা, ঢিলেমির বিরুদ্ধে সরব হন৷ তিনি আরো বলেন মুখ খোলো সি.বি.আই, বাঙালী বোন অভয়া’র বিচার চাই.. দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, মাদক দ্রব্য, নোংরা অশ্লীল যৌনতা সর্বস্ব সিনেমা, নেট দুনিয়ায় নগ্ণ রঙিন চিত্রের অবাধ বিচরণ যা মূলত পশুবৃত্তি উষ্কানীমূলক অপরাধের উৎস...এগুলিকে অবিলম্বে নিষিদ্ধের দাবীতে একমাস ধরে রাজপথেই রয়েছে ‘আমরা বাঙালী’৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় সচিব তথা প্রবীণ নেতা বকুলচন্দ্র রায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, যুগ্মসচিব বন্দ্যোপাধ্যায়, যুথিকা চ্যাটার্জী, কলকাতা জেলা সচিব সুদীপ দাশগুপ্ত, সুশীল জানা, তপন সমাদ্দার, নমিতা দেব, তনিমা বৈরাগী, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, অরূপ মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ৷

ইউটিউব দেখে অস্ত্রোপচার করল চিকিৎসক! বিহারে মৃত্যু কিশোরের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ‘চিকিৎসক’-এর দ্বারস্থ হয়েছিল ১৫ বছরের কিশোর৷ ইউটিউব ভিডিয়ো দেখে কিশোরের গলব্লাডার অস্ত্রোপচারও করেন চিকিৎসক ও তাঁর সঙ্গীরা৷ এর পরেই মৃত্যু হয়েছে কিশোরের৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে৷

নিহত কিশোরের নাম কৃষ্ণ কুমার৷ বিহারের সারানের বাসিন্দা ওই কিশোর৷ কৃষ্ণের পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন ধরেই বারবার বমি করছিল সে৷ সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা৷ তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ প্রাথমিক পরীক্ষার পর সেখানকার এক চিকিৎসক তাঁদের জানান, অবিলম্বে গলব্লাডার অস্ত্রোপচার করতে হবে৷ এর পর পরিবারের সম্মতি ছাড়াই ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার সেরেও ফেলেন ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ কিন্তু অস্ত্রোপচারের পরেই অবস্থার অবনতি হতে থাকে কিশোরের৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের৷ ঘটনার পর থেকেই ফেরার ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ চিকিৎসকের নাম অজিত কুমার পুরি৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ নিহত কিশোরের পরিবার দাবি করেছে, ওই ব্যক্তি আদৌ কোনও চিকিৎসক নন, তাঁর শংসাপত্রগুলিও ভুয়ো৷ ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নিহত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীদের খোঁজ চলছে৷

গুজরাতের কচ্ছে ‘অজানা জ্বর’

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ক্রমাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত৷ তার মধ্যে নতুন বিপত্তি দেখা দিল কচ্ছ জেলার লাখপত তালুকে৷ সেখানে জ্বরে মৃত্যু হয়েছে ১২ জনের৷ তাঁদের মধ্যে রয়েছে চার শিশু৷ ওই শিশুদের সকলের বয়স ১২ বছরের কম৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া৷ জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে রোগীদের৷ স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি৷

পাকিস্তান সীমান্তের কাছেই রয়েছে এই লাখপত তালুক৷ কচ্ছের জেলাশাসক অমিত অরোরা জানিয়েছেন, ওই তালুকে ২২টি পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছে৷ জ্বরে আক্রান্তদের রক্ত, লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে৷ দেখা হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গি, সোয়াইন ফ্লু বা ক্রিমিয়ান-কঙ্গো জ্বর হয়েছে কি না! তাঁর কথায়, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিউমোনাইটিসে মৃত্যু হয়েছে আক্রান্তদের৷ ছোঁয়াচে কোনও রোগ বলে মনে হচ্ছে না৷’’

কচ্ছ জেলার পঞ্চায়েতের সদস্য মীনাবা জাডেজা গুজরাতের কংগ্রেস প্রধানকে একটি চিঠি দিয়েছেন৷ সেখানে দাবি করেছেন, ৩ থেকে ৯ সেপ্ঢেম্বর ১২ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের বয়স পাঁচ থেকে ৫০ বছর৷ লাখপতের প্রাক্তন সদস্য হুসেন রায়মা জানিয়েছেন, আক্রান্তদের প্রথমে লাখপত তালুকের ভার্মানগর টাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ সেখান থেকে ভুজের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের দাবি, আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রয়েছে৷ পঞ্চায়েত সদস্য মহম্মদ জং জাটের দাবি, চিকিৎসকেরা সঠিক ভাবে রোগের কারণ নির্ণয় করতে পারেননি৷

মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই আগষ্ট শনিবার সন্ধ্যায় রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলের জাগৃতিভবনে ঘাটালের হরিসিংপুর গ্রাম নিবাসী শ্রী পলাশ বাগের সঙ্গে পাঁশকুড়ার গৌরাঙ্গপুর গ্রামনিবাসী শ্রীমতী সুস্মিতা মাইতির শুভ পরিনয় সুসম্পন্ন হল৷ প্রভাতসঙ্গীত, কীর্তন ও মিলিত সাধনার পর মূল বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য কাশীশ্বরানন্দ অবধূত এবং পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ মধুপর্ণা আচার্যা৷ আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত সারাক্ষণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করতে সর্বপ্রকার সহযোগিতা করেছেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী পার্থসারথি পাল৷

শ্রাবণী পূর্ণিমা ও ডিট লেভেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে আগষ্ট সোমবার দীঘা আনন্দমার্গ আশ্রমে শ্রাবণী পূর্ণিমা ও ডিট লেভেল সেমিনার অনুষ্ঠিত হল৷ শুধু কাঁথি ও দীঘা ডিটের মার্গী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মার্গী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ধন্য করেছেন৷ সকালে তিন ঘণ্টার অখণ্ড কীর্তন ও মিলিত সাধনার পর শ্রাবণী পূর্ণিমা দিনটির তাৎপর্য ও মানবজীবনে সাধনার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ দুপুরে মিলিত আহারের পর সেমিনারে ক্লাস নিলেন বিশিষ্ট মার্গী শ্রী শুভেন্দু ঘোষ৷ বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান সমাপ্ত হয়৷

মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা সেপ্ঢেম্বর পায়রা ডাঙ্গা নিবাসী শ্রী রজত গুহনিয়োগী ও শ্রীমতি শর্মিষ্ঠা গুহ নিয়োগীর নব জাতক পুত্রের মুখে ভাত ও নামকরণ অনুষ্ঠান মার্গীয় বিধিতে সম্পন্ন হয় নদীয়া জেলার মদনপুর নিবাসী শ্রীমতি অনিমা মণ্ডলের বাসগৃহে৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন মার্গী ভাই বোনেরা৷ মিলিত সাধনার পর অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী দাদা আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারীকল্যাণ বিভাগের কৃষ্ণনগর ডিট সেক্রেটারী ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা৷

কৃষ্ণনগরে আনন্দমার্গ দর্শনের ওপর মনোজ্ঞ আলোচনা চক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে আগষ্ট,২০২৪ রবিবার, বার্নীয়া, নদীয়া জেলার অন্তর্গত বার্নীয়া সংলগ্ণ উজিপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ জন ছাত্র-ছাত্রা ও গ্রামবাসীর উপস্থিতিতে আনন্দমার্গ নদীয়া জেলার শাখার ব্যবস্থাপনায় আনন্দমার্গ দর্শনের ওপর একটি মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ আলোচনায় আনন্দমার্গের সাধনা বিষয় সহ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে ২ঘন্টা ৩০ মিনিট ধরে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন --- নদীয়া জেলা আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ঠ প্রবীন তাত্বিক ও সুবক্তা শ্রী গোরাচাঁদ দত্ত মহাশয়৷ তাঁর আলোচনা উপস্থিত অতিথিবৃন্দ কর্তৃক ভূয়সী প্রসংসিত হয়েছে ও তাঁদের মধ্যে থেকে আনন্দমার্গের প্রতি অনুপ্রানিত হয়ে ২৬জন আনন্দমার্গের সাধনা শেখেন৷ এ ছাড়া কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা তথা কৃষ্ণনগর ডিটএস ---এল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা কর্তৃক মূল্যবান আলোচনাও উপস্থিত সকলকে মুগ্দ করেছে৷ সাধনা শেখান ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷

কৃষ্ণনগর ডিট লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০,১১ই আগষ্ট ২০২৪ শনি ও রবিবার,কৃষ্ণনগর মোমিন পার্কস্থিত জাগৃতি ভবনে প্রতিদিন ৩০/৪০ জন আনন্দমার্গী দাদা-দিদি,ভাই ও বোনের উপস্থিতিতে ১০ই আগষ্ট সকাল ৯টা থেকে১২টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম’ অখন্ড কীর্তন, মিলিত সাধনা, গুরুপুজা, চরম নির্দেশ এর মধ্যে দিয়ে সেমিনারের শুভসূচনা করা হয়৷ উক্ত দুই দিন সেমিনারে কেন্দ্রিয় প্রশিক্ষক হয়ে উপস্থিত থেকে ক্লাস নেন আচার্য কৃষ্ণস্বরুপানন্দ অবধূত ও আনন্দমার্গের প্রবীন সন্নাসী আচার্য সর্বশ্বরানন্দ অবধূত৷ সেমিনার পরিচালনা করেন নদীয়া জেলার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷

আনন্দমার্গীদের রাঁচী রাজভবন অভিযান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮শে আগষ্ট’২৪ সর্বত্যাগী সন্ন্যাসীনি ও পেটারবার থানার দাড়িদ আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ হিতবাদিনী আচার্যার আত্মাহুতির প্ররোচনা কারীদের শাস্তি ও ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবী পূরণের উদ্দেশ্য ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি রাজভবন অভিযান করে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে রাজ্যপাল মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়৷ রাঁচি রেলওয়ে ষ্টেশনের কাছে পোদ্দার ধর্মশালা থেকে অভিযান শুরু হয়ে রাঁচি শহরের বিভিন্ন রাস্তা ধরে রাজভবন পর্যন্ত যাওয়া হয়৷

পরলোকে নির্মল জানা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

তমলুকের বিশিষ্ট মার্গী নবীন কুমার জানার দাদা শ্রী নির্মল কুমার জানা গত ২৩শে আগষ্ট পরলোকগমন করেছেন৷ ২৬শে আগষ্ট সকালে খেজুরতলা আনন্দমার্গ আশ্রমে তাঁর পারলৌকিক ক্রিয়া নিষ্পন্ন হয়৷ পৌরোহিত্য করেন ভূক্তিপ্রধান তথা প্রবীণ তাত্ত্বিক শ্রী সুভাষ প্রকাশ পাল৷