ওড়িশার  ব্রহ্মপুর আনন্দমার্গ স্কুলে প্রভাত সঙ্গীত দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ওড়িশার ব্রহ্মপুর আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক  অনুষ্ঠানের  মধ্যদিয়ে প্রভাত সঙ্গীত দিবস পালিত হয়েছে৷ এখানে উল্লেখ্য ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের স্রষ্টা পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রভাত সঙ্গীত রচনা শুরু করেছিলেন৷

স্কুল প্রাঙ্গণে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্কুলের ছাত্র-ছাত্রাদের অভিভাবক অভিভাবিকা ছাড়া জনসাধারণ এই  অনুষ্ঠান দেখার জন্যে উপস্থিত হয়েছিলেন৷

স্কুলের ছাত্র-ছাত্রারা এই অনুষ্ঠান প্রভাতসঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে একক নৃত্য, গ্রুপ নৃত্য ও  নৃত্যনাট্যও  পরিবেশন করে দর্শকদের আনন্দদান করে৷ দর্শককগণ অনুষ্ঠান দেখে মুগ্দ হয়ে যান ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷ স্কুলের অধ্যক্ষা আনন্দ অশোকা আচার্যা ও অন্যান্য শিক্ষিকাগণের অক্লান্ত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়৷