পাঁচ বাঙালীর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের  সবথেকে বড় পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন পাঁচজন বাঙালী গবেষক৷ ২০২২ সালে সাতটি বিষয়ে মোট ১৩ জনকে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়েছে৷ এদের মধ্যে ৫জনই বাঙালী৷ যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বাঙালী গবেষক বিশিষ্ট চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায়৷ ইমিউনোলজি বিশেষজ্ঞ দীপ্যমান বাবু কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র৷ ইমিউনোলজির অত্যাধুনিক গবেষনার জন্য ল্যাব-পরিকাঠামো তৈরী, অটো ইমিউনিটি ও মেটাফ্লামেশন ও অতিমারির সময় কোভিড নিয়ে গবেষণার জন্যে তিনি এই পুরস্কারে সম্মানিত হন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্ত কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যাণ্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ৷ বর্তমানে কলকাতার ঢাকুরিয়া বাসিন্দা হলেও দীপ্যমান বাবুর আদিবাস খড়দহের রিজেন্ট পার্কে৷

দীপ্যমানবাবু ছাড়াও আরও চারজন বাঙালী এই পুরস্কার পান৷ বেঙ্গালুরুর মাইক্রোসফট রিসার্চ ল্যাবের নীরজ কয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অনিন্দ্য দাস,মুম্বাই টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের বাসুদেব দাশগুপ্ত ও মুম্বাই আই আইটির দেবব্রত মাইতি৷ নীরজ কয়াল ম্যাথামেটিক্যাল সায়েন্সে, অনিন্দ্য দাস ও বাসদেব দাশগুপ্ত ফিজিক্যাল সায়েন্সে পুরস্কার পান৷