গত ১০ই সেপ্ঢেম্বর পাঁশকুড়া ব্লকের অন্তর্গত ‘‘শুভমণ্ডপ গেষ্টহাউস’’ এ প্রভাতসঙ্গীতের ৪১ বছর পূর্ত্তি উপলক্ষ্যে একটি মনোজ্ঞ সাংসৃকতিক প্রতিযোগিতা (সঙ্গীত, নৃত্য, অঙ্কন) সুসম্পন্ন হল৷ ৫০১৮টি প্রভাত সঙ্গীতের স্রষ্টা তথা সুরকার মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের পাদপদ্মে পুষ্পার্ঘ অর্পণ করে সকাল ৯টায় অনুষ্ঠানের শুভারম্ভ৷ ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ বেলা ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ সভাপতির আসন অলঙ্কৃত করেন প্রবীন মার্গী তথা সমাজসেবী শ্রীরঞ্জিত কুমার রাউত৷ মুখ্যবিচারক অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা প্রভাত সঙ্গীতের বৈশিষ্ট্য প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগিদের কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় তা সবাইকে বুঝিয়ে দেন৷ ভুক্তিপ্রধান তাঁর বক্তব্যে বলেন---এটা প্রতিযোগিতা নয়, এটি একটি উৎসব৷ সবার শুভ ইচ্ছা ও আন্তরিক সহযোগিতা থাকার জন্যই প্রতি বৎসর এই অনুষ্ঠান করা সম্ভব হয়৷ প্রতিযোগী ও তাদের অভিভাবক সবার জন্যই দুপুরের আহারের ব্যবস্থা ছিল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁশকুড়া কেন্দ্রের রাওয়া সেক্রেটারী শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য৷