সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই এপ্রিল রবিবার সুরানানকার আনন্দমার্গ স্কুলে তিন ঘন্টার অখণ্ড কীর্ত্তন ও পাঁশকুড়া পুরসভার ব্লক পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হল৷ উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় মার্গীরা সবাই উপস্থিত হয়েছিলেন৷ অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা সেমিনারে মানবজীবনের লক্ষ্য ও আদর্শ মানুষের জীবনচর্যা কেমন হওয়া উচিত সে সম্পর্কে সুন্দর বক্তব্য রাখেন৷ প্রায় দুই শতাধিক ব্যষ্টি মিলিত আহারে অংশগ্রহণ করেন৷