পাশকুড়া ব্লকে আচার্য পরিতোষানন্দ অবধূতের নেতৃত্বে গত ১৬ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল তিন দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তন পরির্ত্রমা অনুষ্ঠিত হয়৷ ‘বাবা নাম কেবলম্’-এই অষ্টাক্ষরীয় সিদ্ধনামমন্ত্র সহযোগে ভক্তরা সারা ব্লক পরির্ত্রমা করেন৷ এই কীর্ত্তন পরিক্রমায় আনন্দমার্গের যশোড়া, বাকুলদা, মহৎপুর, সুরানানকার, মাগুরি, রাজনারায়নচক, রঘুনাথবাড়ী প্রভৃতি ইয়ূনিটের আনন্দমার্গীরা ছাড়াও সমগ্র জেলা থেকে আনন্দমার্গীরা ও বহু ভক্ত যোগদান করেন৷ জনমনেও এই কীর্ত্তন পরির্ত্রমা বিপুল সাড়া জাগায়৷ গ্রামবাসীরা কীর্ত্তন পরিক্রমা চলাকালে রাস্তার দুপাশে দাড়িয়ে শঙ্খ বাজিয়ে ও করজোড়ে এই কীর্ত্তনকে স্বাগত জানায়৷ কীর্ত্তন পরিক্রমার মাঝে মাঝে বিভিন্ন স্থানে কীর্ত্তন মাহাত্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য পরিতোষানন্দ অবধূত, শুভেন্দু ঘোষ প্রমুখ৷ এছাড়া আচার্য নিদ্র্যদ্রীর্থানন্দ অবধূত, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, আচার্য রসধারানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত, আচার্য সদ্র্যভাবানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যা, ব্রহ্মচারিণী মন্দ্রিতা আচার্যা, আচার্য সেবাব্রতানন্দ অবধূত প্রমুখ এই কীর্ত্তন পরিক্রমায় উপস্থিত থেকে সবাইকে প্রেরণা দেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী মানস কালসার ও শ্রী সুভাষ প্রকাশ পাল৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়