সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মহর্ষি কপিলের জন্মস্থান পুরুলিয়া জেলার ঝালদা মহকুমার অন্তর্গত পাটঝালদা গ্রামে গত পৌষ সংক্রান্তিতে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে মহাসমারোহে কপিল মেলা উৎসব পালিত হয়৷ এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের প্রবীণ সন্ন্যাসী, সন্ন্যাসিনীগণ, স্থানীয় বিধায়ক মাননীয় নেপাল মাহাত৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত, টুসু সঙ্গীত, ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধূলা, বসে আঁকো প্রতিযোগিতা হয় ও স্থানীয় দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷