পিছিয়ে ডবল ইঞ্জিন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পরিযায়ী নেতারা বাঙলায় এসে প্রচার করছেন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার (কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার)হলে উন্নয়নের গতি অনেক বেশী হয়৷ কিন্তু এই প্রচার যে কতখানি অসার তা প্রমাণ করে দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পেশ করা তথ্য৷ ত্রিপুরায় এখন চলছে ডবল ইঞ্জিন সরকার৷ সম্প্রতি শ্রমমন্ত্রক রাজ্যসভায় ২০১৭-১৮,২০১৮-১৯ আর্থিক বছরের গোটা দেশের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট পেশ করেছেন৷ কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রকের প্রকাশিত এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ত্রিপুরা রাজ্যের ডবল ইঞ্জিন সরকার কতখানি ব্যর্থ৷ শ্রমমন্ত্রকের প্রকাশিত সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৮-১৯ অর্থবর্ষে দেশের বেকারত্বের হার ৫.৮ শতাংশ  সেখানে ত্রিপুরায় ওই অর্থবর্ষে বেকারত্বের হার ১০ শতাংশ, অর্র্থৎ জাতীয় বেকারত্বের হারের প্রায় দ্বিগুন৷ ওই একই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে  বেকারত্বের হার ৩.৮ শতাংশ যা জাতীয় হারের থেকে অনেকটা কম৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বেকারত্ত্বের হার ছিল ৪.৬ শতাংশ  কেন্দ্রীয় সরকারের এই তথ্যই প্রমাণ করে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কমের দিকে৷ অর্থাৎ ডবল ইঞ্জিনের প্রচার ডাহা ফেল৷