গত ৬ই ফেব্রুয়ারী পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছোট খেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে ছাত্র ও ছাত্রাদের মানসিক একাগ্রতা ও শারীরিক, মানসিক সুস্থতার জন্য অষ্টাঙ্গিক যোগ এর প্রয়োজনীয়তা বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আনন্দমার্গ প্রচারক সংঘের পশ্চিম মেদিনীপুর ভুক্তি কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়৷ শুভ সূচনা হয় আগত অতিথিদের বরণের মধ্য দিযে৷ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক শ্রী পবিত্র কুমার গৌড়ী ও সহকারী প্রধান শিক্ষক শ্রী শান্তনু শেখর দাস মহাশয় ছাত্র ছাত্রাদের মনোযোগ সহকারে আগত অতিথিদের বক্তব্য শুনতে বলেন৷ আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষে শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয় প্রারম্ভিক বক্তব্য রাখেন৷ এরপরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কলিকাতা থেকে আগত শ্রী বিভাংশু মাইতি৷ ভুক্তিপ্রধান শ্রীশুভাশীষ সাহু, বিশ্বদেব মুখোপাধ্যায় ও মালিগ্রাম আনন্দমার্গ স্কুলের টীচার ইন চার্জ শ্রী গঙ্গাধর দণ্ডপাট উপস্থিত ছিলেন৷ পরবর্তী সময়ে যোগের বৈব্যহারিক দিকগুলো ছাত্র ছাত্রাদের সামনে উপস্থাপিত করা হবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়