পঁয়ত্রিশোর্দ্ধ ফুটবল টুর্ণামেন্ট

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

২৪শে সেপ্ঢেম্বর,২৩ প্রাক্তন ফুটবল প্লেয়ারদের মনোরঞ্জন ও সম্মানার্থে পঁয়ত্রিশোর্দ্ধ নক্‌-আউট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় আনন্দনগর প্রাইমারী স্কুলের মাঠে৷ বিজয়ী দলকে ১০,০০০ (দশহাজার) টাকা ও রানার্সআপকে ৮,০০০ (আট) হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়৷ মোট আটটি টীম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ (১) এস.এস.এসি.আনন্দনগর, (২) এস.এফ.সি দাড়িকুড়ি (৩) কে.এফ.সি কোষাঙ্গি (৪) শিখরট্যাঁড় (৫) আসু-১১,পুরুলিয়া (৬) গুড়িডি নবীন জাগ্রত সংঘ (৭) আবোডো আবোগা জনম দিশম পুরাণডি (৮) আর.এফ.সি রামনগর৷ চ্যাম্পিয়ান হয় রামনগর ও রানার্স হয় শিখরট্যাঁড়৷