পোষ্ট কোভিড উপসর্গ---‘হু’র সতর্কবার্র্ত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিশ্বের ৪০ কোটি মানুষের শরীরে আজও কোভিড-১৯ বাসা বেঁধে আছে পোষ্ট কোভিড বা লং কোভিড নামের উপসর্গ নিয়ে৷ চিকিৎসা গবেষকদের মতে কোভিড-১৯ আক্রান্ত মানুষের এক অংশের দেহে করোনা উপস্থিত প্রায় ২০০ রকমের উপসর্গ নিয়ে৷ এই বিষয় নিয়ে সতর্ক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ফ্যাক্ট শিট প্রকাশ করে জানাল পোষ্ট কোভিড ৪টি উপসর্গের কথা---ক্লান্তি, অনিদ্রা, গাঁটে গাঁটে বা মাংস পেশির ব্যথা, শ্বাসকষ্ট ৷ সাধারণত ধূমপায়ী, স্থূলকায় অল্পবয়সি মহিলাদের মধ্যে এই উপসর্গ দেখা দিচ্ছে৷

বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় করোনার সময় আইডি হাসপাতালে পোষ্ট কোভিড আউটডোর চালু করেছিলেন৷ তাঁর মতে ফুসফুসের স্থায়ী ক্ষতি, শ্বাসকষ্ট, উদ্বেগ, প্রভৃতি উপসর্গ দেখা দিচ্ছে করোনা আক্রান্ত একটি অংশের মধ্যে৷ তবে তিনি মনে করেন শুধু করোনার কারণে নয়, কোভিড ভ্যাকসিনের জন্যেও এই উপসর্গ দেখা দিতে পারে৷

অ্যাসোসিয়েশন ফিজিশিয়ান অব ইন্ডিয়ার সভাপতি জ্যোতির্ময় পাল বলেন--- অল্প বয়সিদের মধ্যে হার্টের অসুখ, শ্বাসকষ্ট ও সাডেন কার্ডিয়াক ডেথ লং-কোভিড বা পোষ্ট কোভিডের অন্যতম উপসর্গ৷