প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিমে এ্যামার্টের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৬ই অক্টোবর,২৩ প্রাকৃতিক বিপর্যয়ে  বিপর্যস্ত সিকিমে ক্ষতিগ্রস্তদের ও গৃহহীন মানুষদের সাহায্যের হাত বাড়াতে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের একদল প্রতিনিধি সিকিম পৌঁছায়৷ সেখানে এ্যামার্টের তরফ থেকে বিভিন্ন ত্রাণের ব্যবস্থা  করা হয়েছে, যেমন-হালুয়া,পুরি, শুকনো চিরে গুড়, বিসুকট, দুধ, ব্ল্যাঙ্কেট, জামা-কাপড়৷ প্রায় ৫০০ জন লোকের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে৷ এ্যামার্টের রিলিফে নেতৃত্ব দেন আচার্য কর্মেশানন্দ অবধূত, অভিজিৎ দাস ও আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধূত (জলপাইগুড়ি,ডি.এস) এছাড়া সিকিমের অসুস্থ ব্যক্তিদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের  ব্যবস্থা করা হয়েছে৷ উক্ত ক্যাম্পটির নেতৃত্বের দায়িত্বে ছিলেন ডাঃ সুরেন্দ্র গিরি৷