১৪-১৫ সেপ্ঢেম্বর’২৪ প্রাক্তন আনন্দমার্গ শিশুসদনের ছেলেদের দ্বারা আয়োজিত অনূর্ধ-১৭ আচার্য গুনময়ানন্দ অবধূত নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ১৬টি দল যে যার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেগুলো হচ্ছে৷
১) মোহন স্পোর্টিং বনাম আপার হোষ্টেল ২) এএমসিএইচ বনাম হাবিবা ৩) আনন্দমার্গ হাইস্কুল-১ বনাম হেমব্রম স্পোর্টিং কেশরিডিহ ৪) বাগলতা বনাম কাওয়াগড়া ৫) ইয়ং ব্রাদার্স ডামরুঘুটু বনাম পিপি হোষ্টেল ৬) বালি মাঝি বনাম টেঙ্গুকোদর ৭) আনন্দমার্গ হাইস্কুল-২ বনাম সুপর্ণা ফুটবল ক্লাব ৮) ছকুডি বনাম নেতাজী মেমোরিয়াল ক্লাব৷ ফাইনাল ম্যাচ খেলা হয় ছকুডি বনাম আপার হোষ্টেল৷ ছকুডি ৩-০ পেনাল্টি গোলে আপার হোষ্টেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷ ডামরুঘুটু তৃতীয় ও আনন্দমার্গ হাইস্কুল চতুর্থ স্থান অধিকার করে৷ বেষ্ট গোলকিপার হয় ছকুডির বুদ্ধেশ্বর সরেন৷ বেষ্ট প্লেয়ার অবটুর্নামেন্ট আপার হোষ্টেলের সৌরজিৎ হেমব্রম ও বেষ্ট প্লেয়ার অবফাইনাল ম্যাচ নির্বাচিত হয় সহিত হাঁসদা৷ এছাড়া প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচকে পুরস্কৃত করা হয়৷ এই ম্যাচে লাগাতার দুইদিন বৃষ্টির মধ্যে ফুটবল প্রতিযোগিতা করতে হয়েছে৷