সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২২শে মার্চ ২০২৫, মধ্য আনন্দনগরের আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অপার উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে রোটাণ্ডা অডিটোরিয়ামে সুসম্পন্ন হয়েছে৷ এদিন গ্রামের শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার এক অপূর্ব প্রকাশ ঘটেছিল৷ নৃত্য, সঙ্গীত, ছড়া, কবিতা আবৃত্তি, ও শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘ধর্মের জয়’ শীর্ষক গল্প অবলম্বনে পরিবেশিত নাটক দর্শকদের মুগ্দ করেছে৷ নবীন প্রজন্মের নির্মল উচ্ছ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর মমত্ববোধ ও সৃজনশীলতার এক অনন্য সম্মিলনে মুখরিত হয়েছিল পুরো অনুষ্ঠানস্থল৷