প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইয়ূটিলাইজেশন ট্রেনিং ক্যাম্প UTC প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল, দিল্লী সেক্টর

আনন্দমার্গ স্কুল, পদ্মপুকুর, তারকেশ্বর, হুগলী - ১২ই মে থেকে ১৬ই মে, ২০১৭

 প্রাউট প্রশিক্ষণ শিবিরের বিশেষত্ব

বর্তমান সমাজের জ্বলন্ত সামাজিকঅর্থনৈতিকসমস্যা ও প্রাউট দর্শনের আলোকে তার সমাধানের ওপর ক্লাস, আলোচনা, ওয়ার্কশপ ও তাত্ক্ষণিক বক্তব্য, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশ্য সভা৷

এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলা থেকে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল (UPSF, UPYF, UPFF, UPLF, UPIF, GP) এর বিভিন্ন স্তরের কর্মী ও সদস্যগণকে, ‘সমাজ’–এর কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন স্তরের কমিটির সদস্যদের,এল. জি.দের তথা প্রাউটের ভুক্তিপ্রধান ও উপভুক্তি প্রমুখদের যোগদান করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে৷ প্রশিক্ষণ শিবিরকে সার্থক করতে সমস্ত প্রাউটিষ্টদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করিঙ্৷   আহ্বায়ক   

    আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত

যোগাযোগ ঃ৯৯০৩৯৭৫১৩৪ চীফ সেক্রেটারী, দিল্লী সেক্টর