প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই-২২শে ডিসেম্বর বর্ধমান জেলার বোরহাটে পাঁচদিন ব্যাপী প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ দিল্লি সেক্টরের সর্বস্তরের প্রাউটিষ্ট কর্মীরা এই শিবিরে যোগদান করেন৷ উক্ত শিবিরে প্রশিক্ষক ছিলেন  প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত, কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসুনানন্দ অবধূত প্রমুখ৷ পাঁচ দিনের এই শিবিরে প্রাউটের সামাজিক, অর্থনৈতিক তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ও  বর্তমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রাউটিষ্টদের দায়িত্ব ও কর্ত্তব্য বিষয়ে আলোচনা করা হয়৷ দিল্লী সেক্টরের মুখ্যসচিব  আচার্য সুপ্রভানন্দ অবধূত জানান---বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখ্য কারণ---পুঁজিপতিদের শোষণ ও রাজনৈতিক দলগুলির সততার অভাব৷ এই পরিস্থিতিতে আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত সদবিপ্র নেতৃত্বের পরিচালনায় প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতির বাস্তবায়ন ছাড়া মানব সমাজে মুক্তির কোন পথ নাই৷

প্রাউটিষ্টরা ২০২২ সালে আলোচনা সভা, ঘরোয়া সভা ও তত্ত্বসভার মাধ্যমে ব্যাপক প্রচার অভিযানে নামবে মানুষকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে সচেতন করতে৷