প্রাউট প্রসঙ্গে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে গতকাল সন্ধ্যা পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত হ’ল প্রাউটের আলোচনা সভা৷ এটির আয়োজন করেছিলেন *প্রাউটিষ্ট ইউনিবার্সাল, বারাসাত শাখা৷ এই আলোচনা সভায় আলোচনা করেন (১) ডঃ অমিতা মজুমদার (ভারপ্রাপ্ত অধ্যক্ষা, মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ), (২) ডঃ সুস্মিতা চ্যাটার্জী (সহকারী অধ্যাপিকা, অর্থনীতি বিভাগ,মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ), (৩) শ্রীমতি কাকলি সরকার (প্রধান শিক্ষিকা, মাসুন্দা গার্লসহাইস্কুল), (৪) আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, (এডিটর, নোতুন পৃথিবী) ও (৫) শ্রী তপোময় বিশ্বাস,বিশিষ্ট প্রাউটিষ্ট৷ এঁরা প্রাউটের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন ও মন্তব্য করেন যে আজকের এইসামাজিক-মানবিক অবক্ষয়ের যুগে ও মানুষের অতি ধনী-অতি গরীবের পরিস্থিতিতে প্রাউট-ই একমাত্রসমাধান৷ প্রাউট সমস্ত অসুখের মকরধবজ৷ সমাজের সমস্ত সমস্যা সমাধানের একমাত্র দর্শন৷ সম্মানীয়বক্তাগণেরা আরও জানান যে প্রাউটের চমৎকারিত্ব হচ্ছে যে প্রাউট দর্শন প্রণেতা মহান দার্শনিকশ্রী প্রভাতরঞ্জন সরকার অর্থনীতির সাধারণ দুটি বিভাগ (সাধারণ অর্থনীতি ও বাণিজ্যিক অর্থনীতি)ছাড়াও গণ অর্থনীতি ও মানস অর্থনীতি নামে অতিরিক্ত দুটি বিভাগ যোগ করেছেন যা কি-না যুগান্তকারী ওবৈপ্লবিক হিসাবে বর্তমানের অর্থনীতিবিদরা স্বীকার করেছেন৷ এছাড়া ক্রয় ক্ষমতা, ব্লকভিত্তিকপরিকল্পনা, সুতুন্তলিত অর্থনীতি, অর্থনীতির বিকেন্দ্রীয়করণ, মানুষের নৈতিক মান, মিশ্র চাষ, জলসংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিষদভাবে তাঁর পুস্তকে লিপিবদ্ধ করিয়েছেন৷শিক্ষা বিষয়ে শ্রীসরকারের যে অভিমত তা ব্যক্ত করেছেন শ্রীমতি কাকলি সরকার৷ এখনকার এইবানিজ্যিক শিক্ষার সঙ্গে প্রাউটের শিক্ষার যে পার্থক্য তা তিনি বুঝিয়েছেন৷ আলোচনা সভার সভাপতিআচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত সকল বক্তার বক্তব্যের প্রশংসা করেছেন ও সকলকে প্রাউট আরও পুঙখানুপুঙ্ক ভাবে জানতে আহবান করেছেন৷ ট্রেন সার্ভিসের গোলযোগের পরেও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল শোতৃবর্গকে ও সম্মানীয় অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপণ করেন ও সকলকে প্রাউটের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানব সমাজ গড়ার আহবান জানান শ্রীসন্তোষ কুমার বিশ্বাস৷