প্রাউটের বিকেন্দ্রিত পথেই সামগ্রিকভাবে উন্নতি সম্ভব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ বলেন--- সম্প্রতি দুটো অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে কোভিড পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের উপার্জন কমেছে সেই সময় উঁচুতলার ধনিক শ্রেণীর আয় বেড়েছে৷ ধনবৈষম্যের এক করুন চিত্র তুলে ধরেছে অক্সফ্যাম ও আইসিই-৩৬০ এর সমীক্ষার প্রতিবেদনে৷ প্রতিবেদনে প্রকাশ দেশের উঁচুতলার ২০ শতাংশ মানুষের উপার্জন ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড পরিস্থিতিতে৷ আর সেই সময় নীচু তলার ২০ শাতংশ দরিদ্রতম মানুষের  আয় কমেছে ৫৩ শতাংশ৷

শ্রী খাঁ বলেন ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রিত অর্থনৈতিক কাঠামোয় অর্থনৈতিক পরিকল্পনার সারকথাby the capitalist, for the capitalist, of the capitalist ধনতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর লক্ষ্যই হচ্ছে লোক সাধারনকে শোষন করে ধনীর ভাণ্ডার বাড়িয়ে চলা৷ তাই এই অর্থনৈতিক ব্যবস্থায় ধনবৈষম্য দিন দিন বাড়বে ও সাধারণের দুর্দশাও বাড়বে৷ এই অর্থনৈতিক কাঠামো ভেঙে চুরমার করে না দিলে মানুষের দুর্দশা এখানেই থেমে থাকবে না৷ সাধারণ মধ্যবিত্ত মানুষের অবস্থা আরও শোচনীয় হবে৷

শ্রী খাঁ অভিযোগ করেন রাজনৈতিক দলের একশ্রেণীর নেতারা জনগণের প্রতিনিধি সেজে জনগণের  বৃহৎ অংশের  সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অসচেতনতার  সুযোগ নিয়ে পুঁজিবাদের দাসত্ব করছে৷ ধনকুবেররা এই শ্রেণীর নেতাদের কাঁধে বন্দুক রেখে জনগণকে শোষণ করে চলছে৷ এই শোষণ বন্ধের একমাত্র উপায় প্রাউটের বিকেন্দ্রিত পথে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে প্রতিটি মানুষের নূ্যনতম চাহিদা মেটাতে হবে ও অতিরিক্ত সম্পদ গুণানুপাতে বন্টন করতে হবে৷

তবেই ধন বৈষম্য কমবে ও অর্থনীতির সার্বিক উন্নতি হবে৷

শ্রী খাঁ বলেন অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠবে কতকগুলো বিষয় বিবেচনা করে৷ বিষয়গুলি হলে---সম-অর্থনৈতিক সমস্যা, সম-অর্থনৈতিক সম্ভাবনা, জনগোষ্ঠীগত বৈশিষ্ট্য, সাধারণ সাংবেদনিক উত্তরাধিকার ও ভৌগোলিক বৈশিষ্ট্য৷ প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও অকৃষি শিল্প জাত সম্পদের সর্বাধিক উপযোগ গ্রহণ করে ব্লকভিত্তিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ এ বিষয়ে প্রাউট সুনির্দিষ্ট পথনির্দেশনা দিয়েছে৷ দেশের জনকল্যাণমুখী রাজনৈতিক নেতা ও  অর্থনীতিবিদদের আহ্বান জানিয়ে শ্রী খাঁ বলেন--- আপনা এগিয়ে আসুন, প্রাউটকে জেনে ও বুঝে সমগ্র মানব সমাজের সার্বিক কল্যাণের জন্যে কাজ করুন৷