সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৭ই মার্চ বীরভূম জেলার ইমাদপুর আনন্দমার্গ স্কুলে প্রাউটিষ্ট ছাত্র-যুব সমাজ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভার আয়োজন করেন ইয়ূনিবার্র্সল প্রাউটিষ্ট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ও ইয়ূথ এ্যাসোসিয়েশনের দায়িত্ব প্রাপ্ত আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত৷ সভায় আলোচ্য বিষয় ছিল শিক্ষা ও সাংস্কৃতিক জগতের অবক্ষয় দূর করতে ছাত্র যুব সমাজের ভূমিকা ও ছাত্র ছাত্রাদের আদর্শ চরিত্র ঘটনে আত্মিক অনুশাসন, নৈতিকতা ও আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজন৷ আলোচনা করেন ইমাদপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য সুধাব্রতানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷