গত ২৪শে ফেব্রুয়ারী থেকে প্রবল তুষার ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকায় উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন অন্ধকারে৷ তুষার ঝড় ও বৃষ্টির অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল৷ প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা ক্যালিফোর্ণিয়া ও লসএঞ্জেলসে৷
আমেরিকার ২৮টি রাজ্যে বয়ে চলেছে এই ভয়ানক তুষারঝড়৷ ঝড়ের গতি ঘন্টায় ৮০ কিমি৷ সঙ্গে আছে নিরবিচ্ছিন্নভাবে প্রবল তুষারপাতে ৪-৫ ফুট পর্যন্ত বরফের চাদরে ঢেকে গেছে ওইসব অঞ্চল৷
ক্যালিফোর্নিয়া ও লসএঞ্জেলসে সব থেকে বেশী এই তুষার ঝড়ের প্রকোপ৷ তাপমাত্রা নেমে গেছে মাইনাস ২৫ডিগ্রি সেলসিয়াসে৷ ডিসেম্বরে ক্রীসমাসের সময় আমেরিকাবাসী এর থেকে ও এক সপ্তাহ ব্যাপী ভয়ানক তুষার ঝড় ‘বম্ব সাইক্লোনে’ আক্রান্ত হয়েছিল৷ তখন তাপমাত্রা -৪৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল৷ রাস্তাঘাট, শহর, হাইওয়ে বিমান বন্দর সাদা বরফের চাদরে ঢেকে গেছে৷ দেখে মনে হচ্ছে যেন বরফের সমুদ্র৷ এক হাজার সাতশ বিমানের যাত্রা স্থগিত করতে হয়েছে৷ ৭৫ মিলিয়ান মানুষকে ২৮টি রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে৷ নিরাপত্তার কারণে স্কুল, কলেজ, অফিস আদালত সব বন্ধ৷ সবাইকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরোতে বারণ করা হয়েছে৷