সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই নভেম্বর প্রভাত সঙ্গীত অবলম্বনে কর্মশালার উপর জাতীয় ওয়েবিনারের আয়োজন করে আনন্দমার্গ প্রচারক সংঘের বিদ্বৎ শাখা রেঁণেসা ইয়ূনিবার্সাল৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রাজেন্দ্র কুমার কামাকার৷ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন প্রভাত সঙ্গীতের ভক্তিভাব হৃদয়ের গভীরে স্পর্শ করে৷ ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন আর ইউ ও রাওয়া সেক্রেটারী আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷ তাঁর বক্তব্যে উঠে আসে সঙ্গীত জগতে প্রায় সাত হাজার বছর আগে ভগবান সদাশিবের অবদানের কথা৷ সদা শিবই সুর সপ্তকের আবিষ্কার করেন৷ এছাড়া বক্তব্য রাখেন নারায়ণ পাণ্ডা, কে অনুরাধা, ডঃ সরস্বতী বিদ্যার্থী৷ দীপান্বিতা দেবনাথ ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা ওয়েবিনারে উপস্থিত ছাত্র ছাত্রা ও অধ্যাপকদের কয়েকটি প্রভাত সঙ্গীত শেখান৷