প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় প্রভাত সঙ্গীত মহামেলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে গত ১৭ ই সেপ্ঢেম্বর কলকাতায় আনন্দমার্গের   কেন্দ্রীয় আশ্রমে ‘রাওয়া’র পরিচালনায় প্রভাত সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতা হয়৷ পঃবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার, ত্রিপুরা, অসম সহ  সমগ্র উত্তর পূর্র্বঞ্চল থেকে প্রতিযোগীরা এই প্রভাত সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় এই অনুষ্ঠানটি এক বিরাট প্রভাত সঙ্গীত মেলার রূপ নেয়৷ প্রভাত সঙ্গীতের এই মহামেলায় বিশিষ্ট অতিথিবর্গের  মধ্যে উপস্থিত ছিলেন প্রথিতযশা জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক শ্রী রাজা সেন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শ্রী রাধাকান্ত সরকার, ওড়িশী নৃত্যের- দিকপাল গুরুজী শ্রীগিরিধারী নায়েক, বিখ্যাত মিউজিক ডাইরেক্টর শ্রীদেবব্রত মুখোপাধ্যায়, গুয়াহাটির বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী  তটিনী দাস, বিশ্বসাহিত্য ও সংসৃকতি সম্মেলন সংস্থার  সেক্রেটারী শ্রীমতী শিবানী দাস, নিখিল বঙ্গ সঙ্গীত সমিতির কর্ণধার শ্রীমতী শুক্লা চক্রবর্তী প্রমুখ৷ এছাড়া রাওয়ার কেন্দ্রীয় সচিব আচার্য রবীশানন্দ অবধূত ও আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা ও আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন৷

প্রভাত সঙ্গীত (গান), প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও প্রভাত সঙ্গীত অবলম্বনে অংকনের এই চূড়ান্ত প্রতিযোগিতায় এর আগে উল্লিখিত রাজ্যগুলির ৬১টি কেন্দ্রে প্রাথমিক স্তরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা হয় ও এই সব প্রতিযোগিতায় যথারীতি ১ম,২য় ও ৩য় স্থানাধিকারীদের  মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷  ওই সমস্ত কেন্দ্রগুলি থেকে ১ম ও ২য় স্থান অধিকারী যোগ্য প্রতিযোগীরা কলকাতায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ প্রায় ৬০০ প্রতিযোগী ও তাদের প্রায় ১৫০০ অভিভাবক অভিভাবিকা এদিন প্রভাত সঙ্গীতের এই মহাযজ্ঞে যোগদান করেন৷

সকাল ৯-৩০ থেকে ১-৩০ টা পর্যন্ত গীত, নৃত্য ও অংকন-তিন বিভাগের প্রাক-চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ২টা থেকে ৫ টা পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা চলে৷

সন্ধ্যায় এই প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ও বিভিন্ন গ্রুপে  ১ম,২য় ও ৩য় স্নানাধিকারীদের পুরস্কার---(নবরত্ন, ত্রিরত্ন ও রাওয়া-রত্ন) প্রদান করা হয়৷

বিশিষ্ট অতিথিবর্গ ও আনন্দমার্গের কেন্দ্রীয় কর্মকর্র্তগণ কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন৷ এই প্রতিযোগিতায় যাঁরা ১ম,২য় বা ৩য় স্থান অধিকার করতে পারেন নি তাদের সবাইকেই  রাওয়ার পক্ষ থেকে  মেডেল দেওয়া হয়৷

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিত্র-পরিচালক রাজা সেন সহ অন্যান্য সবাই এই অনুষ্ঠান দেখে আনন্দে আপ্লুত হয়ে ওঠেন ও তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে তা প্রকাশ করে প্রভাত সঙ্গীতের যেমন ভূয়সী প্রশংসা করেন তেমনি এই অনুষ্ঠানেরও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন৷