প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব ঃ সায়েন্স সিটিতে আনন্দমার্গের অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 কলকাতা ঃ গত ২৭ শে অক্টোবর, শুক্রবার, কলকাতার  সায়েন্সসিটি  অডিটোরিয়ামে অনুষ্ঠিত আনন্দমার্গের সাংসৃকতিক প্রকোষ্ঠ রেঁণেশা আর্টিষ্টস্ এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের (রাওয়া)-র উদ্যোগে মানব সমাজে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  সুমহান অবদানের  ওপর  বক্তব্য রাখতে গিয়ে  ত্রিপুরার সেন্ট্রাল ইয়ূনিবাসিটির  দর্শন বিভাগের  প্রধান ডঃ আদিত্য মহান্তী বলেন, বর্তমান  মানব সমাজ দিশাহীনভাবে  ছুটে চলেছে৷ মানুষ তার জীবনের লক্ষ্য ও কর্ত্তব্য সম্পর্কে সচেতন  নয়৷  তাই জীবনের  তথা সমাজের  সর্বক্ষেত্রে চরম বিশৃঙ্খলা, অন্ধবিশ্বাস,  কুসংস্কার, দুর্নীতি ও শোষণ বিরাজ করছে৷  মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী তাই তাঁর আনন্দমার্গ তথা নব্যমানবতাবাদ  দর্শনের  মাধ্যমে মানুষের  সামনে সুস্পষ্টভাবে  তুলে ধরেছেন, জীবনের পরমলক্ষ্য ব্রহ্ম৷  সেই ব্রহ্মকে জীবনের লক্ষ্য করে চলতে হবে৷ মানুষের  জীবনের  পূর্ণতা অর্জন  করতে হবে৷ তিনি তাঁর নব্যমানবতাবাদ তত্ত্বে বলেছেন সমস্ত মানুষ, পশুপক্ষী তরুলতা সবাইকে ভালবাসতে  হবে৷  তিনি মানুষের আদর্শ সম্পর্কে বলেছেন --- আত্মমোক্ষ ও জগতের  সেবাই  প্রতিটি  মানুষের  জীবনের আদর্শ৷  মানুষ যদি তার জীবনের  পরম লক্ষ্যকে সম্মুখে রেখে এগিয়ে চলে তাহলেই সমাজের সমস্ত সমস্যারই সমাধান সম্ভব৷ ডঃ মহান্তী বলেন,  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী মানুষের জীবন তথা মানবসমাজের  সর্র্বত্মক বিকাশের জন্যে এক সর্র্বনুসূতে দর্শন দিয়েছেন, যাতে রয়েছে সমাজের সর্বপ্রকার সমস্যার  সমাধানের  সুস্পষ্ট পথ নির্দেশনা৷

অনুষ্ঠানের সভাপতি আচার্য সর্র্বত্মানন্দ অবধূত বলেন, মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত ৫০১৮ টি প্রভাত সঙ্গীতের মাধ্যমে তিনি তাঁর সুমহান আদর্শকেই প্রকৃতপক্ষে সঙ্গীতের ভাষায় ব্যক্ত করেছেন৷

সায়েন্স সিটি হলে এদিন যেমন মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আদর্শের ওপর মনোজ্ঞ আলোচনা হয়, তেমনি তাঁর রচিত ও সুরারোপিত প্রভাব সঙ্গীত পরিবেশন  ও প্রভাত সঙ্গীত  অবলম্বনে বিভিন্ন শিল্পী নৃত্য পরিবেশন করে’ হল ভর্তি দর্শকদের মুগ্দ করে দেন৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন তানিয়া দাম, সৌরভ দাস, দীপান্বিতা দেবনাথ,অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, ধ্রুবজ্যোতি সিন্হা, অসিতিমা দেবনাথ, অরুনিমা দে,  আচার্য নিত্যসত্যানন্দ অবধূত প্রমুখ শিল্পীবৃন্দ৷

অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত  অবলম্বনে নৃত্য পরিবেশন করেন  শান্তিনিকেতনের ‘সবুজকলি নৃত্যগোষ্ঠী’ ও শ্রীমতী অর্পিতা  ভেঙ্কটেশের নেতৃত্বে মালাশ্রী ড্যান্স এ্যাকাডেমী’  (কলকাতা) গোষ্ঠীর শিল্পীরা ৷ অনুষ্ঠান সঞ্চলনা করেন ঋষি মুখোপাধ্যায়৷