নিউব্যারাকপুরে
গত ৩রা সেপ্ঢেম্বর নিউব্যারাকপুরে স্থানীয় ‘রাওয়া’ শাখার পরিচালনায় প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সঙ্গীত নৃত্য ও অংকনের ওপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮৫ জন অংশগ্রহন করেন৷ সকাল ১০টা থেকে সারাদিন ধরে এই অনুষ্ঠান চলে৷ এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন, সুস্মিতা দে (সঙ্গীত), চিত্রা গুহ (নৃত্য), জয়ন্ত মল্লিক (অংকন)৷ দর্শক ছিলেন প্রায় দুইশতাধিক৷ সকলেই এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷
অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সন্তোষ বিশ্বাস (ভুক্তি প্রধান), অরবিন্দ কর, প্রভাস রায়, বিপ্রদীপ সরকার,মোহন অধিকারী, দীপক দাস, প্রশান্ত পাল প্রমুখ৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় আশ্রম থেকে পরিদর্শক রূপে উপস্থিত ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় ১ম,২য়,ও৩য় স্থানাধিকারীদের পুরসৃকত করা হয় ও সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়৷
রামনগরে
রামনগর ঃ পূর্বমেদিনীপুরের রামনগর (কাঁথী থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছে, এখানে ‘রাওয়া’র স্থানীয় শাখার পক্ষ থেকে ৩রা সেপ্ঢেম্বর রামনগর রাও হাইসুকলে প্রভাতসঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান হয়৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে এই নৃত্য,গীতও অংকন প্রতিযোগিতায় ১২২ জন অংশগ্রহণ করেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যলয়ের প্রধান শিক্ষক শ্রীপতি দাস, বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম প্রধান৷ আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, স্থানীয় রাওয়া সম্পাদক বিদ্যাসাগর মাহাতো, কোষাধ্যক্ষ মনোরমা মাহাতো বিজয়ানন্দ মাহাতো, বিশ্ববন্ধু কর, শ্রীকৃষ্ণ পাত্র, অজয় পাহাড়ী সিদ্ধার্থ নন্দী, শম্ভূ শীট প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন৷ তাঁরা সবাই প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য সহ প্রতিযোগিতা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷
প্রভাত সঙ্গীত অবলম্বনে এই সাংসৃকতিক প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থানাধিকারী প্রতিযোগীদের হাতে উপস্থিত বিশিষ্ট ব্যষ্টিবর্গ পুরস্কার ও শাংসাপত্র তুলে দেন৷ এছাড়া অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদের মেডেল দেওয়া হয়৷
২৫০ অধিক দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য দেখে মুগ্দ হয়ে তার ভূয়সী প্রশংসা করেন৷