প্রভাতসঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব৷ ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর প্রভাতসঙ্গীতের স্রষ্টা শ্রীপ্রভাতরঞ্জন সরকার, যিনি ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রূপে সমধিক পরিচিত, দেওঘরের শান্ত স্নিগ্দ পরিবেশে প্রভাতসঙ্গীত রচনা শুরু করেছিলেন৷ সেদিন থেকে ১৯৯০ সালের ২০শে অক্টোবর পর্যন্ত মাত্র ৮ বছর ১ মাস ৭ দিনের মধ্যে ৫০১৮টি প্রভাতসঙ্গীত রচনা ও তাতে নিজেই সুরারোপণ করেছেন৷ ভাব-ভাষা-সুর-ছন্দ সব দিক থেকে অভিনব এই প্রভাতসঙ্গীত আজ দ্রুত জনপ্রিয়তা লাভ করছে৷

তাই আগামী ১৪ই সেপ্ঢেম্বর সারা বিশ্বে প্রভাতসঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব পালিত হবে৷