প্রগতির জন্যে নজরুল

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

স্বাদেশিকতার উদ্দীপনায়

জাগিয়ে গিয়েছো জাতিরে,

প্রভাতীর গানে মুখর করেছো

আঁধার সুপ্ত রাতিরে৷

অত্যাচার মরণের গান

লিখেছো সাহস-দীপ্ত,

লাঞ্ছিত যত উৎপীড়িতের

হৃদয়ে করেছো ক্ষিপ্ত৷

চারণগীতির  সুরের আগুনে

বাঙালীর মন মাতালে.

‘অগ্ণিবীণা’র উন্মাদনায়

মুক্তির গানে মাতালে৷

লৌহকপাট করতে পারে নি

তোমার কন্ঠ রুদ্ধ,

শেকলভাঙার ঝংকার তুলে

কলমে করেছো যুদ্ধ৷

বিপ্লবী তুমি, সৈনিক তুমি

বিদ্রোহী দুর্দান্ত,

তোমার প্রতি শ্রদ্ধা জানায়

বাংলার প্রতি প্রান্ত৷