পরলোকে অমলেশ ভট্টাচার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ১৪ই অক্টোবর ঃ- আমরা বাঙালী দলের প্রাক্তন প্রবীণ নেতা  অমলেশ ভট্টাচার্যের  জীবনাবসান হয়েছে৷ পশ্চিমবাংলার তমলুকের  এক বেসরকারী নারসিংহোমে হৃদরোগে আক্রান্তে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর ৷ তাঁর মৃত্যুতে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, সহ সচিব তারাপদ বিশ্বাস,অসম রাজ্যকমিটি সচিব সাধন পুরকায়স্ত ও ত্রিপুরা রাজ্য সচিব হরিগোপাল দেবনাথ গভীর শোক প্রকাশ করেছেন৷ আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি৷