সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বীরভূম জেলার আমড়া নিবাসী প্রবীন আনন্দমার্গী শ্রীজিতেন কুমার মণ্ডল গত ২৮শে সেপ্ঢেম্বর সকাল ৬-৩০ মিনিটে তাঁর পার্থিব শরীর ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর৷ তিনি তিনপুত্র দুইকন্যা ও আত্মীয় পরিজনদের রেখে গেছেন৷
শ্রী জিতেন মণ্ডল একজন আদর্শনিষ্ঠ আনন্দমার্গী ছিলেন৷ তিনি আনন্দমার্গ দর্শনের প্রবর্তক ও আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সঙ্গে বিহারের জামালপুরে ভারতীয় রেলে কর্মরত ছিলেন৷ তাঁর প্রয়াণে আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব, পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে৷