পরলোকে কৃতশিবানন্দজী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

একসময়ের অত্যন্ত নিষ্ঠাবান প্রাউটিষ্ট নেতা আচার্য কৃতশিবানন্দ অবধূত গত ১০ই সেপ্ঢেম্বর দক্ষিণ জার্মানীর আল্ম শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷

তিনি বহুদিন থেকে জার্মানীর আল্ম শহরে একাই থাকতেন৷ ওই দিন স্থানীয় আনন্দমার্গী সিস্টার শিবানীর সঙ্গে বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় সামগ্রীও ক্রয় করে বাসায় ফেরেন৷ সিস্টার শিবানী তাঁকে তাঁর বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ীতে চলে যান৷

পরদিন সিস্টার শিবানী কৃতশিবানন্দজীর সঙ্গে দেখা করতে আসেন৷ বার বার ডাকা সত্ত্বেও কোনও সাড়া পাননি৷ দরজা ঠেলে ঘরে প্রবেশ করে দেখলেন, বিছানায় তাঁর নিথর দেহ৷ রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷

তিনি একসময় দেশে-বিদেশে প্রাউটের প্রচার করেছেন৷ শেষের দিকে তিনি ডেমেনসিয়াতে আক্রান্ত হয়েছিলেন ও তাঁর স্মৃতিবিভ্রম দেখা দিয়েছিল৷

প্রার্থনা করি তাঁর অমর আত্মা পরমপুরুষের কৃপায় শ্বাশ্বতী শান্তি লাভ করুক৷