পরলোকে পাড়ি দিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
Tanmayananda Avt
আচার্য তন্ময়ানন্দ অবধূত

আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য তন্ময়ানন্দ অবধূত গত ৩রা আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি নার্সিংহোমে রাত্রি প্রায় ১১-৩০ মিনিটে পার্থিব দেহত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬বছর৷ তিনি ১৯৭৮ সালে আনন্দমার্গ প্রচারক সংঘে যোগ দেন৷ তিনি অত্যন্ত নিষ্ঠাবান ও আদর্শ পরায়ন কর্মী ছিলেন৷ আনন্দমার্গের সকল বিভাগেই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন৷ তবে যখন যে বিভাগেই থাকুন, সাংসৃকতিক শাখার সঙ্গে যুক্ত থেকেছেন৷ তিনি ভাল তবলা বাদক ছিলেন৷ মার্গগুরুদেবের রচিত প্রভাত সঙ্গীতের ব্যাপক প্রচার ও প্রচারে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন৷ একাধারে তিনি ছিলেন দক্ষ সংঘটক ও তাত্ত্বিক, মার্গদর্শনে সুপণ্ডিত৷

উত্তর পূর্বাঞ্চলে আনন্দমার্গের প্রচার ও প্রসারেও তাঁর অবদান অনস্বীকার্য৷ দীর্ঘদিন তিনি অসমের ডিমাসা জেলার হাফলং-এ কাজ করে গেছেন৷ তাঁর মধুর ব্যবহারে তিনি সহজেই সকলকে আপন করে নিতে পারতেন৷ আনন্দমার্গের আদর্শের প্রচার ও প্রচারে তার অবদান সংঘ চিরদিন মনে রাখবে৷

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূতের সংযোজন---দুঃখের সাথে বিদায় জানাই আমাদের সবার প্রিয় আচার্য তন্ময়ানন্দ দাদাকে৷ তার এই হঠাৎ চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে৷ কিন্তু উপায় নেই এটাই জগতের নিয়ম৷ পরমারাধ্য বাবার স্নেহময় কোলে তাঁর আত্মার শান্তি ও মুক্তি কামনা করি৷

বাবা বলতেন মরতে মরতে কাজ করো.. তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই উদাহরণ রেখে গেলেন৷ তাঁর নিষ্ঠার প্রতি আমরা চির কৃতজ্ঞ রইলাম৷

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানঃ গত ৬ই আগষ্ট,২৩ দ্বিপ্রহরে কলকাতা, ভি.আইপি নগর আশ্রমে আচার্য তন্ময়ানন্দ অবধূত স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হয়৷ সর্বত্যাগী কর্মী দাদা দিদি ছাড়াও বহু মার্গী ভাই বোন ভারাক্রান্ত হৃদয়ে  আশ্রমে উপস্থিত হয়েছিলেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা৷ এরপর স্মৃতিচারণায় আচার্য সুতীর্থানন্দ অবধূত সংঘ জীবনে আচার্য তন্ময়ানন্দ অবধূতের অবদান ও তাঁর নিষ্ঠা ত্যাগের কথা তুলে ধরেন৷ এছাড়াও তন্ময়ানন্দ অবধূতের বর্ণময় ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন ---সন্তোষ কুমার বিশ্বাস অবধূতিকা আনন্দ করুণা আচার্যা, বিভাংশু মাইতি, আচার্য জগৎভাসকানন্দ অবধূত প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷

নৈহাটিতে স্মরণসভা ঃ গত ৬ই আগষ্ট, নৈহাটি আনন্দমার্গ স্কুলে সেমিনার উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন মার্গী ভাইবোনেরা৷ সেমিনার শুরুর প্রারম্ভে আচার্য তন্ময়ানন্দ অবধূতের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণা করা হয়৷ উপস্থিত সকলেই আচার্য তন্ময়ানন্দ অবধূতের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর স্মৃতিচারণা করেন ---আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও জয়ন্ত দাশ৷