পরলোকে রবীন বিশ্বাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উঃ ২৪পরগণা জেলার বনগাঁর বিশিষ্ট আনন্দমার্গী ও সমাজ আন্দোলনের একনিষ্ট কর্মী শ্রী রবীন বিশ্বাস গত ৫ই জানুয়ারী রাত্রি ৯টা-৩০ মিনিটে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর৷ হঠাৎই অসুস্থার কারণে তাঁকে ওই দিন সকাল সাড়ে ১১টা নাগাদ বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়৷  তিনি দীর্ঘদিন ‘আমরা বাঙালী’ সমাজ আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন৷ গত চার বছর তিনি ঠাকুর নগরের আনন্দমার্গ স্কুলে বসবাস করছিলেন৷ প্রসঙ্গতঃ ঠাকুরনগর স্কুল রবীন বিশ্বাসের প্রচেষ্টাতেই গড়ে উঠেছে৷ আগামী ১৩ই জানুয়ারী ওই স্কুলেই তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে৷