ঝাড়খণ্ডের টাটানগরের বাসিন্দা বিশিষ্ট আনন্দমার্গী সমীরকৃষ্ণ সিন্হা গত ৪ঠা নভেম্বর রাত্রি ৯ ঘটিকায় পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর৷ তিনি একজন একনিষ্ঠ আনন্দমার্গী ছিলেন ও ‘আমরা বাঙালী’ দলের নিষ্ঠাবান কর্মী ছিলেন৷ ১৯৬৫ সালে তিনি আনন্দমার্গের আদর্শে দীক্ষা গ্রহণ করেন৷ দীর্ঘদিন তিনি ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির সদস্য রূপে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন৷ তিনি বলতেন---প্রাউট প্রবক্তা স্বয়ং তাঁকে টাটানগর জামশেদপুর অঞ্চলে ‘আমরা বাঙালী’ সংঘটনের কাজের দায়িত্ব দিয়ে ছিলেন৷ তাঁর স্ত্রী ও একপুত্র ও কন্যা বর্তমান৷ গত ৬ই নভেম্বর সন্ধ্যা ৬টার সময় টাটানগর সুবর্ণরেখা শ্মশানে আনন্দমার্গের চর্যাচর্য বিধি মেনে দাহ সংস্কার সম্পন্ন হয়৷ দাহ কার্যের সময় উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের টাটানগর ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দ অতীষা আচার্যা, আশীষ নাগচৌধুরী ভুক্তিপ্রধান সুশীল কুমার মাহাতো, শ্রীমতি দীপা সীট প্রমুখ৷
আগামী ৯ই নভেম্বর টাটানগর ঘোড়া বাঁধায় শ্রী সমীর সিনহার বাসভবনে সকাল ১০টার সময় শ্রাদ্ধানুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হবে৷