পরমাণু যুদ্ধের  হুমকি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সরকার আমেরিকাকে সম্প্রতি হুমকি দিয়ে জানিয়েছে, আমেরিকা সংযত না হলে যে কোন সময় পরমাণু যুদ্ধ বাধতে পারে৷

উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রিয়ং রাষ্ট্রসংঘের  সাধারণ সভায় নিরস্ত্রীকরণ কমিটির সামনে বলেছেন, ১৯৭০ সাল থেকে আমরা আমেরিকার চরম পারমাণবিক হুমকি সহ্য করেছি৷ আমেরিকা ও তার সহযোগীদেশগুলি প্রতি বছর বড় আকারের সামরিক মহড়ার আয়োজন করে৷ সেখানে পরমাণু অস্ত্রভান্ডারেরও ব্যাপক প্রদর্শন হয়৷ যার আসল লক্ষ্য, বিশ্বের অন্য দেশগুলিকে সন্ত্রস্ত রাখা৷

তাঁর আরও দাবী, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ক্ষমতা থেকে সরানোর জন্যে আমেরিকা গোপনে চেষ্টা চালাচ্ছে৷ এমন কোনো অভিযোগ হলে উত্তর কোরিয়া তার মোকাবিলা করতে প্রস্তুত৷ প্রয়োজনে পরমানু বোমার হানারও  হুমকি দেয় উত্তর কোরিয়া৷