প্রতিবাদ

লেখক
তীরন্দাজ

আমি এক প্রতিবাদ

ফীনিক্স পাখীর মত

উঠে আসি বারবার

আমি দুর্দম দুর্বার৷৷

যতই আসুক ঝড়

সাইক্লোন তুফানের বান,

ততই এগিয়ে যাব

করে দিয়ে ছারখার

শোষণ আর অবিচার

আর দমনের কারাগার৷৷

একটাই লক্ষ্য আমার

একটা এমন পৃথিবী,

যেখানে অরুণের রাঙা আলো

অন্ধকার করে দিয়ে দূর

ছেয়ে দেবে উজ্জ্বল রোদ্দুর

এনে দেবে আলোর সকাল

যে সকাল তোমার আমার৷৷