রাজ্যে প্রথম দফার বোটে পুরুলিয়া ও মেদিনীপুরে ‘আমরা বাঙালী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় জানান---রাজ্যে নির্বাচনে ‘আমরা বাঙালী’ ৫০টির মত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তিনি বলেন---বাঙলার সাধারণ মানুষের সামাজিক অর্থনৈতিক বিষয়ে সচেতনতার অভাবে ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি সবদিক দিয়েই বাঙালী পিছিয়ে পড়ছে৷ রাজনৈতিক দলগুলো জেনে বা না জেনে বাঙালী বিদ্বেষী শক্তির হাতের পুতুল হয়ে গেছে৷ তিনি বলেন সোনার বাঙলা কোন হাতের মোয়া নয়, যে প্রধানমন্ত্রী এসে ধরিয়ে দেবেন৷ তিনি গুজরাটে দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন৷ কিন্তু ট্রাম্প আসতে আমেদাবাদে পাঁচিল দিয়ে লজ্জা ঢাকতে হয়েছিল৷ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সাত বছর হয়ে গেল একটা প্রতিশ্রুতিও পালন করেন নি৷ তিনি গড়বেন সোনার বাঙলা!
২২২ নং ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে লক্ষ্মণ হাঁসদা, ২৩৪ নং শালবনী কেন্দ্রে অক্ষয় কুমার মাহাত,২২৮ নং খড়গপুর কেন্দ্রে বর্ষ মহাপাত্র,২২৩ নং মেদিনীপুর কেন্দ্রে সুকেশ পরমল,২৪০ নং বাগমুণ্ডি কেন্দ্রে পশুপতি মাহাত, ২৪১ নং কেন্দ্রে নাগেশ্বর মাহাত, ২৪৪ নং কাশীপুর কেন্দ্রে নরেন্দ্রনাথ মাহাত, ২২৬ নং সবং বিধানসভা কেন্দ্রে শ্রী দেবাশিষ বর্মন মনোনয়ন দিয়েছেন৷