নদীয়া জেলার মদনপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ নিখিল কুমার দাস গত ২৪/৯/২৩ রবিবার ভোর ৫টায় আমাদের ছেড়ে পরমপুরুষের স্নেহময় কোলে আশ্রয় নিয়েছেন৷ ওই দিনই আনন্দমার্গীয় বিধি অনুসারে স্থানীয় শ্মশানে তাঁর দাহ কার্য সম্পন্ন হয়৷
গত ১লা অক্টোবর রবিবার সকাল ১০টায় তাঁর নিজ বাসভবনে আনন্দমার্গের বিধি অনুযায়ী তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ শুরুতেই প্রভাত সঙ্গীত,১ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন এর পরে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷
এরপরই শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, তিনিই আনন্দমার্গীয় প্রথায় শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ও স্মৃতিচারণও করা হয়৷ স্মৃতিচারণ করেন বরুন বণিক, সজল রায়, কাজল সরকার প্রমুখ৷
প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন কাজল সরকার, ডাঃ তপতী দাস ঘোষ, রাজলক্ষ্মী বণিক, সজল রায় প্রমুখ৷ সদাব্রত অনুষ্ঠানে ৫০ জন দুঃস্থ মানুষজনদের কম্বল বিতরণ সহ ও নারায়ণসেবায় আপ্যায়িত করেন নিখিল দার পুত্র তাপস দাস৷