দেশের বিশ্ববিদ্যালয়গুলি এ বার থেকে বছরে দু’বার করে পড়ুয়াদের ভর্তি নিতে পারবে৷ অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ বিষয়টি জানিয়েছেন ইউজিসি প্রধান অবধেশ কুমার৷ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-অগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি এই দু’বার বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া চলবে৷
এই প্রসঙ্গে কুমার বলেন, ‘‘ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার ভর্তি হওয়ার সুযোগ দিলে সুবিধা হবে বহু পড়ুয়ার৷ যাঁরা বোর্ডের ফলাফল দেরিতে প্রকাশ, অসুস্থতা বা ব্যক্তিগত কারণে জুলাই-অগস্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি, তাঁরা সুবিধা পাবেন৷’’ তিনি আরও জানিয়েছেন, বছরে দু’বার ভর্তির প্রক্রিয়া চললে কোনও পড়ুয়ার গোটা বছর নষ্ট হবে না৷ বছরে দু’বার করে ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষাও চালানো হবে৷ সেই মতো শ্রেণিকক্ষ, গবেষণাগার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থাও রাখতে হবে৷
পৃথিবীর অন্য বহু দেশের বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে ভর্তির প্রক্রিয়া চালু রয়েছে৷ ভারতে এ রকম চালু হলে আখেরে দেশের পড়ুয়াদেরই সুবিধা হবে বলেই মনে করছেন কুমার৷ তিনি জানিয়েছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সংযোগ বৃদ্ধি পাবে৷ দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে পড়ুয়া বিনিময় করতেও পারবে৷ অর্থাৎ এক দেশের পড়ুয়া অন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারবে৷ এর ফলে এ দেশের পড়ুয়াদের বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে সুবিধা হবে৷ ইউজিসি প্রধান এও জানিয়েছেন, শুধু দ্বিবার্ষিক ভর্তি প্রক্রিয়া চালু করলেই হবে না, সেই মতো পরিকাঠামো রাখতে হবে৷ তাঁর কথায়, ‘‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বিবার্ষিক ভর্তি প্রক্রিয়া চালু করলে তাদের প্রশাসনিক বিষয়টিও দেখতে হবে৷ যা সম্পদ রয়েছে, তার ব্যবহার বৃদ্ধির জন্য পরিকল্পনার প্রয়োজন৷ যাঁরা ভিন্ন সময়ে ভর্তি হবেন, তাঁদের সাহায্যের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে৷ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের প্রস্তুতও করতে হবে৷’’ তবে ইউজিসির তরফে এও জানানো হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বছরে দু’বার করে পড়ুয়া ভর্তি করাতে বাধ্য নয়৷ এই ব্যবস্থা চালু হলে নিয়মের প্রয়োজনীয় বদল করা হবে৷১৪