সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
শিক্ষা এডুকেশন ট্রাষ্ট’-এর উদ্যোগে গত ৪ঠা এপ্রিল বিবেকানন্দ রোডে বিবেকানন্দের বাড়ীর সামনে বসবাসকারী ৫০ জন ফুটপাতবাসী শিশুদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়৷ স্বামীজীর বাড়ীর সংলগ্ণ ফুটপাত ‘মুক্তাকাশ’-এর শিক্ষার্থীদের হাতে বই, খাতা, পেন ইত্যাদি তুলে দেওয়া হয়েছে৷
এই উদ্যোগে প্রেরণা দেবার জন্যে পথ চলতি মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন ‘সল্টলেক বার্তা’ পত্রিকার সম্পাদক শ্রী রবীন দত্ত মহাশয়, ভয়েস অফ ওয়ার্ল্ড’-এর রতিনিধি সমিত সাহা, সমাজসেবী মৃদুলা দাস, যূথিকা চট্টোপাধ্যায় ও অম্বর চট্টোপাধ্যায় প্রমুখেরা৷