পুন্দাগ ষ্টেশনে ট্রেন দাঁড়ানোর দাবি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই সেপ্ঢেম্বর,২৩ পুন্দাগ  রেলওয়ে ষ্টেশনে রাঁচি-দুমকা এক্সপ্রেস ট্রেন পুনরায় ষ্টপেজ   শুরু হওয়া উপলক্ষ্যে এলাকার মাননীয় সাংসদ পুরুলিয়া শ্রী জ্যোতির্ময় সিং মাহাত উপস্থিত হন৷ আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ২০২০ লক-ডাউনের আগে পর্যন্ত যে সমস্ত ট্রেন পুন্দাগে দাঁড়াত৷ সেই সব ট্রেন থামানোর দাবি নিয়ে তাঁর হাতে একটি দাবীপত্র দেওয়া হয়৷

তার কাছে অনুরোধ করা হয়, স্থানীয় সর্বসাধারণের কল্যাণে ও আর্থিক উন্নয়নে তথা দেশ-বিদেশ থেকে আগত মানুষের যাতায়াতের সুবিধার্থে যে সমস্ত ট্রেন পুন্দাগে থামত সেইসব ট্রেনগুলোকে পুনরায় আবার আগের মতো থামানোর ব্যবস্থা যেন করা হয়৷