গত ৩০শে সেপ্ঢেম্বর ও ১লা অক্টোবর ওড়িশার পুরীতে অনুষ্ঠিত হয় দুইদিনের ধর্ম মহাসম্মেলন৷ এই সম্মেলনের আয়োজন করে আনন্দমার্গ প্রচারক সংঘ (কলিকাতা)৷ দুদিনের এই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন পূর্বাঞ্চলের ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার থেকে আনন্দমার্গীরা৷ প্রায় ৪০০০ আনন্দমার্গী সমবেত হয়েছিলেন সম্মেলন প্রাঙ্গনে৷ দুদিনের এই সম্মেলনে প্রথম দিন অর্থাৎ ৩০শে সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত পরিবেশন ও মহানামমন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রত্যহ সন্ধ্যায় প্রভাত সঙ্গীত অবলম্বনে মনোরম সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল৷ প্রসঙ্গতঃ মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ৫০১৮টি সঙ্গীত রচনা করেন ও সুরারোপ করেন৷ আনন্দমার্গ প্রচারক সংঘের সাংসৃকতিক শাখা রেণেসাঁ আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, গীত পরিবেশন করেন৷ এছাড়া ওড়িশি নৃত্য পরিবেশিত হয়৷ মার্গগুরুর প্রতিনিধি আচার্য বিকাশানন্দ অবধূত প্রত্যহ সন্ধ্যায় আনন্দমার্গ দর্শন ভিত্তিক মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে আধ্যাত্মিক বক্তব্য রাখেন৷ তাঁর কথায় মানুষের চলার গতি হবে স্থূল থেকে সূক্ষত্বের দিকে৷