সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পুরুলিয়ায় বাঁন্দোয়ানে গত ১৯শে সেপ্ঢেম্বর,২৩ এ গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে বাঁন্দোয়ান ব্লকের বিডিও-এর হাতে স্মারক লিপি প্রদান করা হয় ও বান্দোয়ান ব্লকের ধর্মশালা থেকে বিডিও অফিস পর্যন্ত একটি পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় ২২৫জন মহিলাদের সমাগমে পথসভাটি সাফল্যমণ্ডিত৷ উক্ত পথসভায় নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা৷ এরপর অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা বলেন---নারী সমাজকে স্বনির্ভর ও স্বমহিমায় প্রতিষ্ঠিত করার একমাত্র উপায় প্রাউট নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত করা৷