গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লালপুর ডিগ্রী কলেজ ও হায়ার সেকেন্ডারী ক্যাম্পাসে অধ্যক্ষদের উদ্যোগে পরপর দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয়ে ছিল -‘‘যোগসাধনা ও সার্বিক বিকাশ’’৷ স্বাগত ভাষণ রাখেন স্থানীয় হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট মার্গী শ্রী লক্ষ্মীকান্ত মাহাতো৷ এই বিষয়ের উপর আলোকপাত করেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত৷ প্রথম সভাটি হয় ডিগ্রী কলেজের কমিউনিটি হলে দ্বিতীয় সভাটি হয় হায়ার সেকেন্ডারী ক্যাম্পাসে৷ তিনি বলেন পুঁজিবাদ আশ্রিত ভোগবাদ গ্রাস করেছে শিক্ষা, সংসৃকতি, অর্থনীতি, রাজনীতি, প্রভৃতি সমাজদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে৷ এই দুষিত বাতাবরণে আজ ছাত্র ও যুব সমাজের ভবিষ্যৎ বিপন্ন, ধুলিলুন্ঠিত ছাত্র ও যুব সমাজ আজ দিশাহারা ও হতাশাগ্রস্ত৷ অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে৷ ভোগসর্বস্ব জীবনচর্র্যয় করালগ্রাসে আক্রান্ত সমাজদেহের সর্বস্তরে পচন ধরে গেছে৷
এমতাবস্থায় মহান দার্শনিক, ধর্মগুরু ও যোগগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তি প্রণীত যোগসাধনা বিজ্ঞান ও তার ওপর ভিত্তি করে তৈরী আধ্যাত্মিক জীবনচর্র্যই সর্বশ্রেয় একমাত্র মকরধবজ৷ কারণ একমাত্র আধ্যাত্মিক জীবনচর্র্যর মাধ্যমেই মানুষের জাগতিক মানসিক ও আধ্যাত্মিক ত্রিস্তরীয় সার্বিক বিকাশ সম্ভব৷ তিনি যোগসাধনার গভীর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন একমাত্র যোগসাধনার নিবিড় অনুশীলনের মাধ্যমেই ছাত্রদের ব্যষ্টিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব৷ সম্ভব তাদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা৷ বক্তব্যের পর স্বামীজি ছাত্রদের মাধ্যমে কিছু যোগাসনের ডেমোনোষ্ট্রেসন ও শারীরিক, মানসিক বিভিন্ন সমস্যা ও মানসিক একাগ্রতা অর্জনে যোগাসনগুলির কার্যকারিতা ব্যাখ্যা করেন৷ প্রায় সমস্ত ছাত্রছাত্রা সহ দুই কলেজের অধ্যাপকদের অনেকেই এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷ সভাশেষে ছাত্র অধ্যাপকদের অনেকেই আনন্দমূর্ত্তিজীর জীবনাদর্শ বিশেষভাবে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন৷